Tuesday 19 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসে অজ্ঞান পার্টির কবলে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৫ ২২:৪৯ | আপডেট: ২০ আগস্ট ২০২৫ ০০:৫২

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীতে বাসের ভেতর অজ্ঞানপার্টির কবলে পড়ে মিজানুর রহমান (৪০) নামে এক কাপড় ব্যবসায়ী মারা গেছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

মিজানুরের ভাই মাইনুদ্দিন জানান, তাদের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট গ্রামে। বাবার নাম মৃত আবুল খায়ের। পরিবার নিয়ে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায় থাকতেন তিনি। এবং নিউমার্কেট এলাকায় কাপড়ের ব্যবসা করতেন।

তিনি আরও জানান, আজ নিউমার্কেট বন্ধ ছিল। দুপুরে বাসা থেকে গুলিস্তান যাচ্ছিলেন ব্যবসায়িক কোনো কাজে। এর পর ফোনে তিনি খবর পান, গুলিস্তান অচেতন অবস্থায় পড়ে আছেন মিজানুর। তখন সেখানে গিয়ে মিজানুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিজ্ঞাপন

মাইনুদ্দিন জানান, বাসের ভেতরই চেতনানাশক কিছু প্রয়োগ করে মিজানুরের সঙ্গে থাকা টাকা পয়সা হাতিয়ে নিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ব্যক্তি অজ্ঞান পার্টির কবলে পড়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

অজ্ঞান পার্টি কবল ব্যবসায়ী মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর