Sunday 19 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জা এন জি নিয়ে এলো ‘পেস্তা কুলফি’ আইসক্রিম

সারাবাংলা ডেস্ক
১৯ আগস্ট ২০২৫ ২৩:০৮

কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড জা এন জি নিয়ে এলো অভিনব কাপল প্যাকে নতুন স্বাদের ‘পেস্তা কুলফি’ আইসক্রিম। এই আইসক্রিমের প্রতিটি বাইটে পাওয়া যাবে পেস্তা বাদাম ও ঐতিহ্যবাহী কুলফির মজাদার স্বাদ। বাংলাদেশে প্রথমবারের মত ফয়েল প্যাকে আইসক্রিম টাবটি পাওয়া যাবে ২৮০ মি.লি. এর কাপল প্যাক সাইজে যা দুজনের জন্য পারফেক্ট। এছাড়াও এই প্যাকের ভেতর থাকছে দুজনের জন্য আলাদা দুটি চামচ। মাত্র ১৫০ টাকা মূল্যের আকর্ষণীয় এই আইসক্রিম প্যাকটি খুব শীঘ্রই সারা বাংলাদেশে রিটেইল আউটলেটসহ সুপারশপে পাওয়া যাবে।

সম্প্রতি ১৪ আগস্ট রাজধানী ঢাকায় ধানমন্ডির ইমানুয়েলস কনভেনশন সেন্টারে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পেস্তা কুলফি আইসক্রিম–এর শুভ উদ্বোধন করেন কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অব সেলস সৈয়দ মহিদুল হোসেন, হেড অব মার্কেটিং রাজীব সাহা, হেড অব প্রোডাক্ট ডেভেলপমেন্ট এ বি এম শোয়েব সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সারাদেশ থেকে আগত বিক্রয় কর্মকর্তাগণ।

বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার চৌধুরী তার বক্তব্যে আশা ব্যক্ত করেন যে, এই নতুন পেস্তা কুলফি আইসক্রিমের কাপল প্যাক বাজারে এক ভিন্ন ধারা তৈরি করবে এবং ভোক্তাগণ তাদের ভালোবাসার মানুষের সাথে আনন্দ শেয়ার করার বিশেষ অভিজ্ঞতা পাবে।

সারাবাংলা/এসআর