Sunday 19 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শ্যালিকা-দুলাভাই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ০০:০৭ | আপডেট: ২০ আগস্ট ২০২৫ ০৯:১২

রংপুর: রংপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শ্যালিকা-দুলাভাই নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যানচালক সাদ্দাম হোসেনকে (২৫) আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নগরীর বিনোদপুর এলাকার তাজহাট থানার সামনে দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন- নগরীর বিনোদপুর এলাকার তরিকুল ইসলাম পাপ্পুর মেয়ে তানিমা আক্তার পান্না ও তার দুলাভাই পার্শ্ববর্তী বালাপাড়া এলাকার আনছার আলীর ছেলে আসাদুল ইসলাম আসাদ (৪০)। তানিমা আক্তার পান্না উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন।

আটক চালক সাদ্দাম পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ইকরা ভাষা প্রধান পাড়ার অলিয়ার রহমানের ছেলে।

বিজ্ঞাপন

তাজহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাজান আলী প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, সন্ধ্যায় আসাদ তার শ্যালিকা পান্নাকে মোটরসাইকেলে করে বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন। তারা সড়ক বিভাজন অতিক্রম করার সময় কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মর্ডান মোড়গামী একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান পান্না। গুরুতর আহত অবস্থায় আসাদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ওসি জানান, নিহতদের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানচালক সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
১৯ অক্টোবর ২০২৫ ০৮:১৯

আরো

সম্পর্কিত খবর