পাকিস্তান নাম প্রত্যাহার করায় কপাল খুলেছিল তাদের। ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপ হকিতে খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। এশিয়া কাপ হকিতে গ্রুপ পর্বে কঠিন লড়াইয়ের মুখোমুখি হবে বাংলাদেশ দল।
আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে গ্রুপ পর্বের ড্র। এই ড্রয়ে বি গ্রুপে পড়েছে বাংলাদেশ দল। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও চাইনিজ তাইপে।
এই আসরের উদ্বোধনী দিনে গত আসরের রানার্সআপ মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ৩০ আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। ১ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
নিজেদের গ্রুপে র্যাংকিংয়ে বাংলাদেশের (২৯) চেয়ে পিছিয়ে শুধু চাইনিজ তাইপে (৩৮)। র্যাংকিংয়ে মালয়েশিয়া আছে ১২তম অবস্থানে ও কোরিয়ার অবস্থান ১৩।
ভারতের বিহারে আগামী ২৯ আগস্ট শুরু হবে এশিয়ান কাপের এবারের আসর।