ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফের অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে ব্যাংকক থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফেরেন তিনি। রাত ১১টার দিকে গুলশানে বৈঠক শেষে অসুস্থ বোধ করলে দিবাগত রাত ১টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদের সঙ্গে তিনি হাসপাতালে পৌঁছান। অধ্যাপক ড. এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে ভর্তি করানো হয় এবং পর্যবেক্ষণে রাখা হয়।
রাত ২টা ২০ মিনিটে ড. জাহিদ সাংবাদিকদের জানান, “আলহামদুলিল্লাহ, এখন উনি ভালো আছেন।”
এর আগে, সাত দিনের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফেরেন মির্জা ফখরুল।