ঢাকা: বিশ্বব্যাপী দিন দিন বেড়ে চলেছে বায়ুদূষণ। দূষণে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।
এদিকে ৮৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১২তম স্থানে রয়েছে ঢাকা। এ মানকে ‘মাঝারি’ হিসেবে ধরা হয়।
বুধবার (২০ আগস্ট) সকাল ৮টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৬৭ নিয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে জার্কাতা। যা নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা, যার স্কোর ১৫২। তৃতীয় অবস্থানে কাতারের দোহা, যার একিউআই ১৪০।
একিউআই মানদণ্ড অনুযায়ী-
০-৫০ ভালো
৫১-১০০ মাঝারি
১০১-১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
১৫১-২০০ অস্বাস্থ্যকর
২০১-৩০০ খুব অস্বাস্থ্যকর
৩০১-৪০০ ঝুঁকিপূর্ণ
বিশেষজ্ঞরা জানিয়েছেন, বায়ুদূষণ সব বয়সী মানুষের জন্য ঝুঁকিপূর্ণ। তবে শিশু, প্রবীণ, অসুস্থ ও অন্তঃসত্ত্বাদের জন্য এটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষ বায়ুদূষণজনিত কারণে প্রাণ হারান।
বায়ুদূষণের ফলে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ফুসফুস ক্যান্সার, শ্বাসযন্ত্রের সংক্রমণ ও ক্রনিক শ্বাসকষ্টজনিত জটিলতা বৃদ্ধি পায়।