ঢাকা: রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজেএমসি) এর আওতাধীন ‘লতিফ বাওয়ানী জুট মিলস লিমিটেড’-এর আরও প্রায় সাড়ে ৬ একর জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মৌজা মূল্যে এ জমি কিনবে বাংলাদেশ পুলিশ।
মঙ্গলবার (১৯ আগস্ট) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’। অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, রাজধানীর ডেমরা এলাকায় অবস্থিত ‘লতিফ বাওয়ানী জুট মিলস লিমিটেড’-এর মালিকানাধীন ডেমরা থানার কায়েত পাড়া মৌজায় ৬.৪৮৫ একর জমি বাংলাদেশ পুলিশ এর অনুকূলে মৌজা মূল্যে বিক্রয় করা হবে।

রাষ্ট্রায়ত্ত লতিফ বাওয়ানী জুট মিলস লিমিটেড – (ফাইল ছবি : সংগৃহীত)
এর আগে গত ৮ জুলাই অনুষ্ঠিত ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠকে লতিফ বাওয়ানী জুট মিলের নরসিংদী জেলার সদর থানার হাজিপুর মৌজার ৩ দশমিক ৪৫ একর জমি বিক্রির নীতিগত অনুমোদন দেওয়া হয়।
অর্থাৎ দুই দফায় লতিফ বাওয়ানী জুট মিলের ১০ একর জমি বিক্রির সিদ্ধান্ত নিল অন্তর্বর্তীকালীন সরকার।
এরও আগে গত ৪ জুন অনুষ্ঠিত ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার চর ঈশ্বরদিয়া মৌজায় অবস্থিত বিজেএমসি’র আওতাধীন ‘ময়মনসিংহ জুট মিল লিমিটেড’-এর মালিকানাধীন প্রায় ১৭ একর (১৬.৮৯ একর) জমি বিক্রির নীতিগত অনুমোদন দেওয়া হয়।
জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও বিভিন্ন রাষ্ট্রায়ত্ত বস্ত্র ও পাটকলের জমি বিক্রির লক্ষ্যে একাধিকবার উদ্যোগ নিয়েছিল বস্ত্র ও পাট মন্ত্রণালয়। কিন্তু সে সময় গঠিত একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স এসব জমি বিক্রি না করে সেগুলো লীজ দেওয়ার সুপারিশ করেছিল।