ঢাকা: পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে শিল্পের কাঁচামাল ও কৃষি উপকরণের আমদানি মূল্য পরিশোধের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এ খাতে আমদানির বিল পরিশোধের সর্বোচ্চ সময় ৩৬০ দিন। নতুন এ নির্দেশনা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।
সোমবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, এতদিন ব্যাক-টু-ব্যাক আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সারসহ শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে সরবরাহকারী ও ক্রেতা ঋণ (সাপ্লায়ার্স/বায়ার্স ক্রেডিট) এর আওতায় মূল্য পরিশোধের সর্বোচ্চ সীমা ছিল ১৮০ দিন। নতুন সিদ্ধান্তে এ সময়সীমা বাড়িয়ে ৩৬০ দিন করা হয়েছে।
তবে রফতানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের আওতায় আমদানির ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না।
জানা যায়, চলতি বছরের শুরুতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বরাবর পাঠানো এক চিঠিতে শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে ক্রেডিট মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছিল বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)। গভর্নর বরাবর পাঠানো ওই চিঠিতে কাঁচামাল আমদানির ক্ষেত্রে ক্রেডিট মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানানো হয়েছিল।