ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গিয়েছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তবে সেখানে গিয়ে জানতে পারেন মির্জা ফখরুল সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় চলে গেছেন।
বুধবার (২০ আগস্ট) দুপুরে হাসপাতালে যান জামায়াতে ইসলামীর নায়েবে আমির।
পরে সাংবাদিকদের তিনি বলেন, ডাক্তাররা বলেছেন ফখরুল ভালো আছেন। তার সুস্থ থাকা জাতির জন্য জরুরি। আমরা দেশবাসীর কাছে দোয়া চাইছি। বাসায় গিয়েও তাকে দেখতে যাব।
বিএনপির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক প্রসঙ্গে তাহের বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে তারা একসঙ্গে রাজনীতি করছেন। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এখনো বজায় আছে। বিচ্ছিন্নভাবে কেউ কিছু বললে সেটি প্রাসঙ্গিক নয়।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য পারস্পরিক আলোচনার প্রয়োজন। প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু নির্বাচনটা যেন হাসিমুখে হতে পারে।
জুলাই সনদ প্রসঙ্গে জামায়াত নেতা জানান, দলটির নির্বাহী বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। কিছু বিষয়ে তাদের পর্যবেক্ষণ আছে, যা ঐকমত্য কমিশনের সঙ্গে বসে জানানো হবে। এরপর আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ ও নির্বাচন ব্যবস্থার জন্য জুলাই চার্টার খুবই জরুরি।
উল্লেখ, মঙ্গলবার রাতে অসুস্থ বোধ করলে হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমিনুজ্জামানের তত্ত্বাবধানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় মির্জা ফখরুলকে। অবস্থার উন্নতি হলে বুধবার দুপুর ১২টার দিকে তিনি হাসপাতাল ছাড়েন।