Wednesday 20 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় সরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ১৭:০৫ | আপডেট: ২০ আগস্ট ২০২৫ ১৭:০৬

শিক্ষকদের মানববন্ধন

পাবনা : পাবনায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রিপদ নবম গ্রেড ধরে চারস্তরীয় একাডেমিক পদসোপান এবং স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদফতরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে সরকারি মাধ্যমিক শিক্ষক পরিষদের আয়োজনে প্রেসক্লাবে সামনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন জিলা স্কুলের প্রধান শিক্ষক আকতার উজ্জামান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবু সাঈদ মিয়া, সহকারি শিক্ষক আরিফুল ইসলাম, আসাদুজ্জামান সজল, আসলাম উদ্দিন, এএইচএম মনজুরুল ইসলাম ও আলমগীর হোসেন।

এ সময় বক্তারা বলেন, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদফতর, সহকারী শিক্ষক পদটি এন্টিপদ ৯ম গ্রেড হিসেবে বাস্তবায়ন, চারস্তরীয় একাডেমিক পদসোপান, শুন্য পদে দ্রুত নিয়োগ, পদোন্নতি, বকেয়া টাইমস্কেল, সিলেকশন গ্রেড প্রদান, জেলায় উপ-পরিচালক (মাধ্যমিক) পদ সৃষ্টি, সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সমান সংখ্যক শিক্ষকের পদসৃষ্টিসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

পাবনা মানববন্ধন

বিজ্ঞাপন

যশোরে মশাল মিছিল
২০ আগস্ট ২০২৫ ২২:২৩

আরো

সম্পর্কিত খবর