রংপুর: প্রধান উপদেষ্টার দেওয়া নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহিদ আবু সাঈদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
উত্তরবঙ্গে বাজেট বৈষম্য প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিগত সরকারের সময় থেকে উত্তরবঙ্গে বাজেট বৈষম্য করার প্র্যাকটিস হয়ে গিয়েছিল। বর্তমান সরকার চেষ্টা করছে উত্তরবঙ্গে বাজেট বৈষম্য দূর করার।
স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্যদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে কিনা–এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের জনবল সংকটের কারণে স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্যদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া সম্ভব নয়। তবে যারা আওয়ামী দোসর হিসেবে পরিচিত তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।