রাজবাড়ী: স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজবাড়ীতে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ ও ডাস্টবিন স্থাপন, পরিষ্কার-পরিছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রাজবাড়ী জেলা সদর হাসপাতাল চত্ত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এরপর হাসপাতাল প্রাঙ্গণে ডাস্টবিন স্থাপন ও ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, সদস্য সচিব তুহিনুর রহমান, যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, জাহাঙ্গীর আলম, আবু তালেব, সদস্য অ্যাডভোকেট মাসুদুর রশিদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অশোক কুমার সরকার, সিনিয়র সহ-সভাপতি জহুরুল ইসলাম নরুন্নবী, যুগ্ম সম্পাদক শহিদুল ইমলাম মেহেদী, বিল্লাল হোমেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল আলম মামুনসহ দলটির অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পরিষ্কার-পরিছন্নতা কর্মসূচি।
এ সময় দলটির নেতাকর্মীরা বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সৃষ্টি হয়েছে সামাজিক কার্যক্রম করার জন্য, সহযোগিতা করার জন্য। দেশ নায়ক তারেক রহমান তার চিন্তাভাবনা থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেকে জনগণের পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছে এবং এই কর্মসূচি দিয়েছেন। আজকে আমরা রাজবাড়ী জেলা সদর হাসপাতালের আঙ্গিনা পরিষ্কার করেছে। সামনের দিকে পর্যায়ক্রমে আমরা এই সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। আমরা জনগণের পাশে থাকব সবসময়। এ ছাড়া হাসপাতাল প্রাঙ্গণে ডাস্টবিন স্থাপন করেছি। এছাড়া ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেছি।’
পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণের পর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগী ও তাদের খাবারের মান সম্পর্কে খোঁজখবর নেন।