Wednesday 20 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় মেরিনার্স কোম্পানিতে সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ১৮:২৯

মানববন্ধর করেছেন প্রতিষ্ঠানটির কর্মীরা।

পাবনা: ‎পাবনায় মেরিন ইঞ্জিনিয়ারদের শিল্পপ্রতিষ্ঠান মেরিনার্স গ্রুপের কারখানায় হামলা, মালামাল লুট, কর্মীদের মারধর, জোরপূর্বক বন্ধের অভিযোগে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা।

‎বুধবার (২০ আগস্ট) দুপুরে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে অভিযোগ করে বলা হয়, মেরিন ইঞ্জিনিয়ারদের সম্মিলিত প্রচেষ্টায় পাবনার আমিনপুরে মেরিনার্স গ্রুপ নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠে। সম্প্রতি, মাসুদ রানা ও ফজলুল করিম নামের দুজন অংশীদার কোম্পানির কোটি টাকা আত্মসাৎ করেন। তদন্তে বিষয়টি ধরা পড়লে তারা স্থানীয় প্রভাবশালী হারুন খানের সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রতিষ্ঠানটি কুক্ষিগত করার চেষ্টায় গত দশ-বার দিন আগে দফায় দফায় হামলা চালিয়ে কারখানার যন্ত্রপাতি ও মালামাল লুট করে নিয়ে যান।

বিজ্ঞাপন

আরও বলা হয়, ভাড়াটে সন্ত্রাসী দিয়ে প্রতিষ্ঠানের কর্মীদের মারপিট করে আহতও করে। এ ছাড়াও গত ৯ মে, ৫ আগস্ট ও ১০ আগস্ট কারখানায় পরপর তিনবার হামলা করা হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সেলস ম্যানেজার মো. সাজেদুল ইসলাম, আর এস এম মো. হুমায়ুন কবীর, আর এস এম মো. জাহিদুল ইসলাম, আর এস এম মো. মিজানুর রহমান, টিএসএম মো. জহিরুল ইসলাম, টি এস এম মো. পিয়াস ইসলাম ও টি এস এম মো. শাহিনুর ইসলাম।

সারাবাংলা/এইচআই

পাবনা মানববন্ধন মেরিনার্স কোম্পানি