Wednesday 20 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বামীকে তালাক দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ১৮:৪১

আটক স্বামী গোলাম মওলা দুলাল।

বাগেরহাট: জেলার মোংলায় স্বামীকে তালাক দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় ওই স্বামীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২০ আগস্ট) আটক স্বামী গোলাম মওলা দুলালকে (৪৫) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানায়, উপজেলার চিলা ইউনিয়নের পূর্ব চিলা এলাকার মৃত জাফর শেখের ছেলে গোলাম মওলা দুলালের সঙ্গে বেশ কয়েক বছর আগে গাববুনিয়া গ্রামের ইদ্রিস আলী শেখের মেয়ে রঞ্জিলা বেগমের (৩৯) বিয়ে হয়। এরপর থেকে তাদের বৈবাহিক জীবনে কলহ-বিবাদ লেগে থাকে। কলহ-বিবাদের এক পর্যায়ে গত ২২ জুলাই রঞ্জিলা তার স্বামী দুলালকে তালাক দেন।

বিজ্ঞাপন

তালাক দেওয়ায় ক্ষিপ্ত হয়ে স্বামী দুলাল মঙ্গলবার সকালে রঞ্জিলার বাবার বাড়িতে গিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় দুলাল রঞ্জিলার মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় কাঠের বাটাম দিয়ে আঘাত করতে থাকেন। এতে রঞ্জিলার মাথা ফেটে যায় এবং তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখন দুলাল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনাস্থল থেকে রঞ্জিলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন তার স্বজনেরা। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২০ আগস্ট) সকালে রঞ্জিলার মৃত্যু হয়।

এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। মঙ্গলবার রাতে চিলা থেকে স্থানীয়দের সহায়তায় দুলালকে আটক করে পুলিশ।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, স্ত্রী তার স্বামীকে তালাক দেওয়ায় স্বামী ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে হত্যা করেছে। এ ঘটনায় স্বামীকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

স্ত্রীকে কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর