Wednesday 20 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ১৯:০১ | আপডেট: ২০ আগস্ট ২০২৫ ২০:০১

ঢাকা: বেসরকারি বাণিজ্যিক প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। পুনর্গঠিত ছয় সদস্যের নতুন পর্ষদে পাঁচজন স্বতন্ত্র পরিচালক এবং একজন উদ্যোক্তা পরিচালক রয়েছেন। নতুন পর্ষদে আগের কোনো পরিচালককে রাখা হয়নি।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, প্রিমিয়ার ব্যাংকের বোর্ড পুনর্গঠন কর্পোরেট গভর্ন্যান্স ও কার্যকর নীতি বাস্তবায়নে ঘাটতি, ঋণ শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থতা এবং সার্বিকভাবে সুশাসনের অভাবে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড পুনর্গঠন করা হয়েছে।

নতুন পর্ষদে উদ্যোক্তা পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরিফুর রহমান। তিনি উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের প্রতিনিধি হিসেবে পর্ষদে যুক্ত হয়েছেন।

বিজ্ঞাপন

স্বতন্ত্র পরিচালক হিসেবে পর্ষদে রয়েছেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. ফোরকান হোসেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম, ব্যাংক এশিয়ার সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর অধ্যাপক শেখ মোর্শেদ জাহান এবং প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানির স্বতন্ত্র পরিচালক পদ থেকে পদত্যাগের শর্তে এফসিএস চার্টার্ড সেক্রেটারি এম নুরুল আলম।

সারাবাংলা/আরএস

পরিচালনা পর্ষদ পুনর্গঠন প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর