Wednesday 20 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিএমপির বিশেষ শাখার কনস্টেবল ইয়াবাসহ গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ১৯:৪৫ | আপডেট: ২০ আগস্ট ২০২৫ ২০:১৮

১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার পুলিশ কনস্টেবল মনিরুল ইসলাম। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ১০ হাজার পিস ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার চুনতি বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মনিরুল ইসলাম চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বিশেষ শাখায় (সিটি এসবি) কোতোয়ালি অঞ্চলের কনস্টেবল পদে কর্মরত আছেন। তার বাড়ি কক্সবাজার জেলায়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘মোটরসাইকেল চালিয়ে কনস্টেবল মনিরুল কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছিলেন। মহাসড়কে থানার চেকপোস্টে তার মোটরসাইকেল থামানো হয়। তল্লাশিতে তার কাছে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এরপর তাকে আটক করা হয়েছে।’

বিজ্ঞাপন

মনিরুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে বুধবার বিকেলে আদালতে হাজিরের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম সোনিয়া সারাবাংলাকে বলেন, ‘কনস্টেবল গ্রেফতারের বিষয়টি জেনেছি। যেহেতু ধর্তব্য অপরাধে গ্রেফতার হয়েছে, লোহাগাড়া থানা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে। এরপর থানা থেকে আমাদের কাছে একটা লিখিত বার্তা দেওয়া হবে। তখন সিএমপি থেকে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/আরডি/পিটিএম

ইয়াবাসহ গ্রেফতার গ্রেফতার বিশেষ শাখা সিএমপি

বিজ্ঞাপন

যশোরে মশাল মিছিল
২০ আগস্ট ২০২৫ ২২:২৩

আরো

সম্পর্কিত খবর