পাকিস্তানে ইতিহাসের অন্যতম ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০৬ জনে। এদিকে দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ) সর্বশেষ আপডেটে জানিয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে আরও তীব্র মৌসুমী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
বুধবার (২০ আগস্ট) ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
করাচির মেয়র মুর্তাজা ওয়াহাব শহরে বৃষ্টির কারণে জরুরি অবস্থা ঘোষণা করার পর সিন্ধু সরকার বুধবার শহরের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
এনডিএমএ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার মালিক জানান, এখন পর্যন্ত বন্যা কবলিত এলাকা থেকে ২৫ হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।
উত্তর-পশ্চিমের পার্বত্য অঞ্চলে বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় গত শুক্রবার থেকে এই বছরের সবচেয়ে মারাত্মক মৌসুমী বন্যা আঘাত হেনেছে।
পিটিআই এর তথ্য অনুসারে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার-পাখতুনখোয়া প্রদেশ, যেখানে ৪২৭ জনের মৃত্যু হয়েছে। এরপর পাঞ্জাবে ১৬৪ জন, সিন্ধুতে ২৯ জন, বেলুচিস্তানে ২২ জন, পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে ৫৬ জন এবং ইসলামাবাদে আটজনের মৃত্যু হয়েছে।