ঢাকা: ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ নামে ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জামালুদ্দিন খালিদ ও মাহিন সরকার নেতৃত্বাধীন প্যানেল।
বুধবার (২০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করেন তারা।
এই প্যানেলে ভিপি হিসেবে জামালুদ্দিন খালিদের নাম আগেই ঘোষণা করা হয়েছে। তিনি স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ নামে একটি সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক। এছাড়া ক্যাম্পাসে দীর্ঘদিন বিভিন্ন এক্টিভিজম করছেন।
সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন মাহিন সরকার। তিনি জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারিতে নেতৃত্ব দেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হন।
মাহিন এরপর জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন। তবে সংগঠনের সিদ্ধান্তের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
দলে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন ফাতেহা শারমিন (এ্যানি)। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ছিলেন। বর্তমানে লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।
এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে আশিকুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে আবদুল্লাহ ইবনে হানিফ আরিয়ান, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ফারজানা আক্তার মিতু, আন্তর্জাতিক সম্পাদক পদে ইমরান মিয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে মোহতাসিন বিল্লাহ ইমন, ক্রীড়া সম্পাদক পদে মুহাইমেনুল ইসলাম তকি, ছাত্র পরিবহন সম্পাদক পদে রাশেদ খান আদিব, সমাজসেবা সম্পাদক পদে মো. ফাইজুল্লাহ স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে মেহেরিন আফরোজ মাইশা নির্বাচন করছেন।
এছাড়াও সদস্য পদে মো. গিয়াস উদ্দিন, রাহাত সিকদার, বায়েজিদ হাসান, মো. আব্দুল বাছিত, মো. মোফাজ্জল হোসেন, মনির হোসেন, মো. আবুতালেব (ইফতি), আবরার জারিফ, সাব্বির উদ্দিন রিয়ন, মো. খালেদ সাইফুল্লাহ জিহাদ ভূঞাঁ, মো. আকাশ শাহ, মো. ইসমাইল হোসেন, মাসুম বিল্লাহ নির্বাচন করছেন।