Wednesday 20 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় স্কুল শিক্ষার্থীদের চায় এবি পার্টি

স্টাফ করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ২০:৪৬ | আপডেট: ২০ আগস্ট ২০২৫ ২১:৪৪

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

ঢাকা: আসন্ন জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় স্কুল শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

বুধবার (২০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এ দাবি জানান।

এ সময় তিনি বলেন, ‘পুলিশ ও আনসার বাহিনী একা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হতে পারে। এজন্য আমরা প্রস্তাব করেছি স্কুল শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত করার। ভোটার নন, কিন্তু গণঅভ্যুত্থানে যেসব শিক্ষার্থীরা ভূমিকা রেখেছেন তাদের কথা বলেছি। সিইসি বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।’

বিজ্ঞাপন

‎এবি পার্টি প্রধান বলেন, ‘ভোটে ২৫ লাখ টাকা নির্বাচনী ব্যয় করা যায়। আমরা বলেছি কাটছাঁট করার জন্য। কিন্তু ইসি তা করছে না। পোস্টার নিষিদ্ধ করে ইসি নিজেই ছাপাতে পারে কিনা এমন প্রস্তাব দিয়েছে।’

‎তিনি বলেন, ‘ভোটারদের কেন্দ্রে আনা-নেওয়াসহ পোলিং এজেন্টদের আপ্যায়নের ব্যবস্থা যদি ইসি করেন, প্রার্থীর খরচ কমে যাবে। তখন আর মিথ্যা তথ্য দেওয়ার প্রয়োজন পড়বে না।’

নির্বাচন উন্মুক্ত স্থানে করার প্রস্তাব দিয়ে তিনি বলেন, ‘খোলামেলা থাকলে ভোট চুরি হবে না। খোলা মাঠে হলে সাংবাদিকসহ অন্যদের মনিটরিং সহজ হবে।’

‎মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘প্রবাসীদের ভোটের ব্যবস্থা কথা বলেছি। একই সঙ্গে দ্বৈত নাগরিকরা যেন প্রার্থী হতে পারে সে দাবি করেছি৷ কেননা, দ্বৈত নাগরিকরা প্রার্থী হলে আমরা ভাল সংসদ সদস্য পাবো।’

‎তিনি আরো বলেন, ‘আমরা একটা পার্লামেন্টই কার্যকর করতে পারিনি। তাই পার্লামেন্টের দুইটা হাউজের বিরোধিতা করেছি। এখন যেহেতু সবাই বলছে, আমরা আপার হাউজে পিআর চেয়েছি। এটা না হলে দুইটা হাউজের প্রস্তাবটার সমর্থন প্রত্যাহার করে নেব। পাশাপাশি আমরা ২০০ আসনে বর্তমান পদ্ধতি বাকি ১০০ আসনে পিআর হতে পারে এমন বলেছি।’

মঞ্জু বলেন, ‘ইসিকে ঢাল-তলোয়ারহীন নিধিরাম সর্দার না হয়ে কারচুপি ঠেকাতে কঠোর হতে হবে।তারা শক্ত অবস্থান নেবেন বলে জানিয়েছেন।’

‎এসময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, ব্যারিস্টার সানী আব্দুল হক, যুবপার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, সদস্য সচিব সামিউল ইসলাম সবুজ, সহকারী সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) শাহজাহান ব্যাপারী, কেন্দ্রীয় নেতা আবু রাইয়ান রছি, যুবপার্টি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব শাহিনুর আক্তার শীলা, দক্ষিণের সদস্য সচিব মাসুদুর রহমান, নারী নেত্রী ইসরাত জাহান, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎সারাবাংলা/এনএল/এসএস

আইন-শৃঙ্খলা এবি পার্টি নির্বাচন শিক্ষার্থী স্কুল