Tuesday 06 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিনব কায়দায় পাচারের চেষ্টা
তেলবাহী লরি থেকে কোটি টাকার চোরাইপণ্য জব্দ

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ২১:০৪ | আপডেট: ২০ আগস্ট ২০২৫ ২২:৩৫

তেলবাহী লরির ভেতরে লুকিয়ে পন্য উদ্ধার করছে বিজিবি সদস্যরা। ছবি: সংগৃহীত

হবিগঞ্জ: হবিগঞ্জে অভিনব কৌশলে তেলবাহী লরির ভেতরে লুকিয়ে পাচারকালে ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে পরিচালিত অভিযানে প্রায় সোয়া এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়।

বিজিবির ৫৫ ব্যাটালিয়ন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে—সুনামগঞ্জ থেকে একটি তেলবাহী লরিতে করে ভারতীয় পণ্য পাচার হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কে কৌশলে অবস্থান নেয় বিজিবির একটি বিশেষ দল। দুপুরে সন্দেহজনক লরিটিকে থামার সংকেত দিলে চালক লরি ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশিতে লরির ট্যাংকির ভেতর থেকে ফেসওয়াশ, সানরাইজ স্কিন ক্রীম, ক্লোপ-জি ক্রীমসহ বিভিন্ন কসমেটিকস ও ভারতীয় জিরাসহ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল উদ্ধার করে।

বিজ্ঞাপন

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, চোরাকারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে অভিনব কৌশলে তেলের ট্যাংকার ব্যবহার করছিল। তবে বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার রোধে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও জানান, চোরাচালা রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জব্দকৃত পণ্য যথাযথ আইনগত প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর