Wednesday 20 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে পানিতে পড়ে তিন শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ২১:৪০

পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারী ও সদর উপজেলায় পৃথক ঘটনায় পুকুর ও ডোবার পানিতে পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আটোয়ারীর চুচুলী পটেশ্বরী এলাকার মুন্নি আরা (১৪), একই ইউনিয়নের আরাজী মন্ডলহাট এলাকার মোহন চন্দ্র রায় (৪) এবং সদর উপজেলার ফুঁটকিপাড়া এলাকার আব্দুল্লাহ আলিম আদনান (৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায় অষ্টম শ্রেণির ছাত্রী মুন্নি। অন্যদিকে বাড়ির উঠান থেকে বাইরে গিয়ে ডোবার পানিতে পড়ে যায় চার বছরের শিশু মোহন। এছাড়া ফুঁটকিপাড়ায় খেলার ছলে পুকুরে পড়ে মারা যায় ছয় বছরের আদনান।

বিজ্ঞাপন

অচেতন অবস্থায় তিনজনকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদমান সাকিব জানান, শিশুদের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিল।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বিষয়টি নিশ্চিত করে জানান, পুকুর ও ডোবার পানিতে পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহের সুরতহাল করা হচ্ছে। এসব ঘটনায় কোন অভিযোগ পাইনি। তবে থানায় পৃথকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

সারাবাংলা/এসএস

তিন শিশু পঞ্চগড় পানি মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর