Wednesday 20 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ সম্পদ অর্জন
স্ত্রীসহ সাবেক কৃষিমন্ত্রীর পিএ মাকসুদুলের নামে দুদকের ২ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ২১:৪১ | আপডেট: ২০ আগস্ট ২০২৫ ২২:৩৫

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্ত্রী হাসনাতুল হাসনাসহ সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত সহকারী (পিএ) মাকসুদুল হাসানের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

বুধবার (২০ আগস্ট) মামলা দুটি করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক রাজু আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

দুদক জানায়, কৃষি মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের সময় জ্ঞাত আয়বহির্ভূত ৬৯ লাখ ৪৩ হাজার ৩৮৬ টাকার সম্পদের মালিক হন মাকসুদুল হাসান। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া দ্বিতীয় মামলায় তার স্ত্রী হাসনাতুল হাসনার বিরুদ্ধে ৭৬ লাখ ৭ হাজার ২৯২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

দীর্ঘ অনুসন্ধানের পর তাদের বিরুদ্ধে এ সংক্রান্ত প্রমাণ মেলায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলার তদন্ত শেষ করে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।

সারাবাংলা/আরএম/এসআর

দুদক মামলা সাবেক কৃষিমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর