Thursday 20 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিদ্রোহীদের গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ২২:১৬

নাইক্ষ্যংছড়ি সীমান্ত। ছবি: সংগৃহীত

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু-মিয়ানমার সীমান্তে দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১১টার দিকে মিয়ানমারের অভ্যন্তরে তুমব্রু রাইট ক্যাম্প এলাকায় এ সংঘর্ষ শুরু হয় এবং দীর্ঘক্ষণ থেমে থেমে গোলাগুলি চলে।

স্থানীয়রা জানান, সীমান্ত ঘেঁষা তুমব্রু এলাকায় হঠাৎ গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে নারী-শিশুরা ভয়ে রাত জেগে থাকে।

তুমব্রু বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, রাইট ক্যাম্প বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। এ চৌকি দখলে নিতে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসা হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে। সংঘর্ষে উভয়পক্ষ একে-৪৭সহ ভারী অস্ত্র ব্যবহার করে এবং অন্তত অর্ধশতাধিক গুলির শব্দ শোনা গেছে।

বিজ্ঞাপন

স্থানীয়দের দাবি, প্রায় দুই বছর আগে মিয়ানমারের সরকারি বাহিনীকে হটিয়ে সীমান্ত এলাকার এ চৌকিগুলো দখল নেয় আরাকান আর্মি। সম্প্রতি আরসা এসব চৌকি দখলের চেষ্টা চালাচ্ছে।

ঘুমধুম ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড সাবেক সদস্য নুর মোহাম্মদ ভূট্টো বলেন, ‘দীর্ঘদিন পর মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১০ টার দিকে সীমান্তে প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনতে পেয়েছি। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।’

এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক এসএম খায়রুল আলাম বলেন, ‘গোলাগুলির ঘটনা ঘটলেও এটি বাংলাদেশের অভ্যন্তরে নয়। তিনি বলেন, বিজিবির সীমান্তে নিয়মিত টহল চলমান রয়েছে। বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর