Wednesday 20 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎১২১ দলের নিবন্ধন আবেদন বাতিলের চিঠি দিচ্ছে ইসি

স্টাফ করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ২২:২৭ | আপডেট: ২১ আগস্ট ২০২৫ ০১:০৩

বাাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: নিবন্ধনের জন্য আবেদন করা নতুন রাজনৈতিক দলের মধ্যে প্রাথমিক বাছাইয়ে বাদ পড়া ১২১টি দলকে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২০ আগস্ট) এ তথ্য জানিয়েছেন ইসির উপসচিব মাহবুব আলম শাহ।

তিনি জানান, এবার মোট ১৪৩টি দল নিবন্ধনের জন্য আবেদন করে। তবে প্রথম পর্যায়ে কোনো দলই শর্ত পূরণ করতে না পারায় ইসি সময় দিয়ে ঘাটতি পূরণের নির্দেশ দিয়েছিল। এর মধ্যে ৮৪টি দল সাড়া দিলেও শর্ত পূরণ করতে পারেনি।

মাহবুব আলম শাহ বলেন, ঘাটতি পূরণের পরও ৬২টি দল প্রয়োজনীয় শর্ত মানতে ব্যর্থ হয়েছে। বর্তমানে জাতীয় নাগরিক পার্টিসহ ২২টি দলের বিষয়ে মাঠপর্যায়ে তদন্ত চলছে।

‎সারাবাংলা/এনএল/এসএস

‎১২১ দল আবেদন ইসি চিঠি নিবন্ধন বাতিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর