Wednesday 20 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নভেম্বরে বসুন্ধরায় মেটাল এক্সপো

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ২২:৫২

ঢাকা: স্টীল বিল্ডিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (এসবিএমএ) এবং এমএস লিমরা এক্সিবিশনস-এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। আগামী ২০ থেকে ২২ নভেম্বর রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিতব্য মেটাল এক্সপো বাংলাদেশ ২০২৫ সফলভাবে আয়োজনের উদ্দেশ্যে এ চুক্তি হয়েছে।

বুধবার (২০ আগস্ট) রাতে বনানীর বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাব লিমিটেডে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি সই হয়। এতে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাবেক ও বর্তমান নেতা এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ব্যবসায়ীরা জানান, শিল্পায়নের ক্ষেত্রে প্রিফেব্রিকেটেড স্টীল শিল্পের ভূমিকা অপরিহার্য। অবকাঠামো উন্নয়ন, পরিবহন, জ্বালানি, ভারী প্রকৌশল ও নির্মাণ খাতে স্রিফেব্রিকেটেড স্টীল শিল্পের উপাদান অপরিহার্য । গত কয়েক বছরে দেশের প্রবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে স্টিল শিল্পে ২০ শতাংশের বেশি সম্প্রসারণ ঘটেছে। বর্তমানে বাজারের আকার ৮ হাজার কোটি টাকা ছাড়িয়েছে ও বার্ষিক টার্নওভার দাঁড়িয়েছে ৩ হাজার কোটি টাকার বেশি।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুল্কমুক্ত তৈরি পণ্য আমদানি বন্ধ, ভ্যাট রেজিস্ট্রেশন-বহির্ভূত ম্যানুফ্যাকচারারদের ভ্যাটের আওতায় আনা, সরকারি প্রকল্পের টেন্ডারে সমান সুযোগ প্রদানসহ বিভিন্ন দাবি জানানো হয়। পাশাপাশি প্রি-ফ্যাব্রিকেটেড শিল্পকে বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা দেওয়ার আহ্বান জানানো হয়।

এসবিএমএ’র সাবেক সভাপতি ও সরকার স্টিলের এমডি জাকির হোসেন সরকার বলেন, ‘দেশে প্রায় ৪০০টির বেশি স্টিল মিল রয়েছে, যাদের বার্ষিক উৎপাদন সক্ষমতা ৪ লাখ টন। বর্তমানে ২ লাখ টন ইস্পাতের চাহিদা পূরণের পর অবশিষ্ট অংশ রফতানির সুযোগ তৈরি হচ্ছে।
ইতোমধ্যেই আফ্রিকা, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে রফতানির সুযোগ রয়েছে। ভবিষ্যতে আরও নতুন বাজারেও রফতানির সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।’

এসবিএমএ নেতা এবং কম্পোজিট স্টিল স্ট্রাকচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরমান বলেন, ‘আমরা বছরে সরকারের রাজস্বে ২০০ কোটি টাকারও বেশি অবদান রাখি। অথচ এই খাতের জন্য কোনো রফতানি প্রণোদনা নেই। আমরা চাই বিশেষ তহবিল গঠন করা হোক, যাতে রফতানিতে আরও অবদান রাখতে পারি।’

তিনি আরও জানান, এই খাতে কর্মসংস্থানের সুযোগ ব্যাপক। প্রতিটি কারখানায় শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ থেকে ২০ হাজার টাকা থেকে শুরু হয় এবং কয়েক বছরের মধ্যে তা ৩০ থেকে ৪০ হাজার টাকায় উন্নীত হয়। এছাড়া দেশের বাইরে কাজ করা আমাদের থেকে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শ্রমিকরা মাসে তিন থেকে ছয় লাখ টাকা পর্যন্ত আয় করছেন।

নভেম্বরে অনুষ্ঠিতব্য মেটাল এক্সপো বাংলাদেশ ২০২৫ কে ঘিরে দেশের প্রিফেব্রিকেটেড শিল্পের অগ্রগতি, সম্ভাবনা এবং রফতানি সক্ষমতা তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে আয়োজকরা আশা করছেন।

সারাবাংলা/ইএইচটি/এসআর

মেটাল এক্সপো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর