Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জুলাইয়ে গণহত্যাকারীদের বিচার করতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ২৩:১৮ | আপডেট: ২০ আগস্ট ২০২৫ ২৩:২০

ফরিদপুর: অবিলম্বে দেশে লুটপাট, মব সন্ত্রাস, ধর্ষণ ও চাঁদাবাজি বন্ধ এবং ছাত্র জনতা গণহত্যাকারী ও দেশের অর্থ পাচারকারীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতারা।

বুধবার (২০ আগস্ট) বিকেল ৫ টায় ফরিদপুর শহরের জনতার মোড়ে দলটির এক সমাবেশে এ দাবি জানানো হয়।

সেখানে দলটির ফরিদপুর জেলা সম্পাদক আব্দুল কাদের আজাদের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মন্ডলীর সদস্য প্রফেসর আব্দুস সাত্তার এবং কেন্দ্রীয় নেতা নজরুল ইসলামসহ ফরিদপুর ও রাজবাড়ী জেলার নেতৃবৃন্দ।

বক্তারা দেশে উগ্র সাম্প্রদায়িকতা যাতে ছড়িয়ে না পড়ে এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান এবং একইসঙ্গে পতিত স্বৈরাচারের আমলে সংঘটিত সকল হত্যা ও অপরাধের বিচার দাবি করেন। কৃষক শ্রমিক মেহনতি মানুষ যাতে ন্যায্য মজুরি পায় এবং তাদের অধিকার যাতে লঙ্ঘিত না হয় তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান তারা।

বিজ্ঞাপন

সমাবেশ শেষে একটি মিছিল সমাবেশস্থল সংলগ্ন আলিপুর সড়ক প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর