Wednesday 20 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জুলাই সনদ’র খসড়া নিয়ে বিএনপির মতামত জমা

স্টাফ করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ২৩:৪৭

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর খসড়া পর্যালোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নিজেদের মতামত জমা দিয়েছে।

বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই মতামত জমা দেওয়া হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের বরাত দিয়ে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর অনুরোধে জুলাই সনদের খসড়ার ওপর মতামত জানানোর সময়সীমা বাড়িয়েছে। কমিশনের জনসংযোগ বিভাগ জানিয়েছে, আগামী ২২ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত দলগুলো তাদের মতামত জমা দিতে পারবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত শনিবার জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর চূড়ান্ত খসড়া পাঠিয়েছিল এবং ২০ আগস্টের মধ্যে মতামত জানানোর অনুরোধ করেছিল।

সারাবাংলা/এফএন/এইচআই

জুলাই সনদ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর