বেনাপোল: যশোরের শার্শার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে পাচারকারীসহ ৮ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৭ টার দিকে সালামের মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক আসামিরা হলেন—ফাহিমা খাতুন (২২), মমিনা বেগম (৩৫), জান্নাতুল ফেরদৌস (৩৯), সুবাশ বিশ্বাস (৬০), পিতো বিশ্বাস (৬২), অর্পনা বিশ্বাস (৪৩), সাধনা বিশ্বাস (৫৫) এবং পাচারকারী হাবিবুর রহমান (৩৩)। তারা বিভিন্ন জেলার বাসিন্দা।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোগা বিওপি’র টহল দল সীমান্ত এলাকায় নজরদারি বাড়ায়। এসময় পাচারকারী হাবিবুর রহমান নিজস্ব অটোরিকশায় সাতজন বাংলাদেশিকে সীমান্তে নিয়ে যাচ্ছিলেন। টহল দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সবাইকে আটক করা হয়।
বিজিবি জানায়, আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে তারা বৈধ কাগজপত্র বা পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। তাদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে এবং স্থানীয়দের এ বিষয়ে সচেতন করা হচ্ছে।