Thursday 21 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপ নিয়ে যে স্বপ্ন দেখছে বাংলাদেশ হকি দল

স্পোর্টস ডেস্ক
২১ আগস্ট ২০২৫ ১০:৩৫

এশিয়া কাপ হকিতে ভালো কিছুর প্রত্যাশা বাংলাদেশের

শেষ মুহূর্তে পাকিস্তানের নাম প্রত্যাহারে কপাল খুলেছে বাংলাদেশের। অপ্রত্যাশিতভাবেই এবারের এশিয়া কাপ হকিতে খেলার সুযোগ পেয়েছেন তারা। ভারতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের আগে বাংলাদেশ অধিনায়ক রেজাউল করিম বাবু বলছেন, চমক দেখিয়ে ভালো কিছু করে দেখাতে চান তারা।

এশিয়া কাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা যখন থেকেই জেগেছিল, তখন থেকেই নিজেদের প্রস্তুতিটা শুরু করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া, গত আসরের রানার্সআপ মালয়েশিয়া ও চাইনিজ তাইপে।

বাবু বলছেন, নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে কঠিন গ্রুপেও ভালো ফলাফল আনতে পারবেন তারা, ‘বর্তমান দলটা সিনিয়র জুনিয়র মিলে সাজানো হয়েছে। সিনিয়ররা অভিজ্ঞ, জুনিয়ররা ফিজিক্যালি আমাদের চেয়ে ফিট। যদি আমরা তাদের সঠিক গাইডলাইন দিতে পারি, কোচ আমাদের যে পরিকল্পনা দিয়েছেন সেটা যদি প্রয়োগ করতে পারি, তাহলে অবশ্যই ভালো কিছু হবে।’

বিজ্ঞাপন

হারানোর কিছু নেই বলেই স্বপ্ন দেখছেন বাবু, ‘অভিজ্ঞ খেলোয়াড়েরা যদি ফিট থাকতো, তাহলে দলের জন্য তারাই সেরা ছিল। ১০-১২ দিনের মধ্যে একটা খেলোয়াড় ফিট হতে পারে না। যেহেতু অনূর্ধ্ব-২১ দলের খেলোয়াড়েরা অনেক দিন ধরে অনুশীলনের মধ্যে আছে, ওরাই ফিট। ওদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তারা ভালো বলেই দলে আছে। আর এখানে কোনো চাপ নেই। যেহেতু আমরা আগে জায়গা পাইনি, হারানোর কিছু নেই, তবে পাওয়ার অনেক কিছু আছে।’

এই আসরের উদ্বোধনী দিনে গত আসরের রানার্সআপ মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ৩০ আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। ১ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

সারাবাংলা/এফএম

এশিয়া কাপ হকি বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর