Thursday 21 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ সেবা চালু সৌদি আরবের

স্টাফ করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৫ ১০:৪৬ | আপডেট: ২১ আগস্ট ২০২৫ ১৪:৩৮

পবিত্র কাবা শরীফ। ছবি: সংগৃহীত

ঢাকা: বিদেশি যাত্রীদের জন্য ওমরাহ সেবায় নতুন সুবিধা চালু করেছে সৌদি আরব। বুধবার (২০ আগস্ট) বিশেষ অনলাইন সেবা ‘নুসুক ওমরাহ’ চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এই প্ল্যাটফর্মের মাধ্যমে সৌদি আরবের বাইরে থাকা মুসলিমরা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি ওমরাহ ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং ভিসা, আবাসন, পরিবহণ ও ট্যুরসহ ভ্রমণ-সংশ্লিষ্ট সব সেবা অনলাইনে বুক করতে পারবেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর বরাতে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, এই ওয়েবসাইটের মাধ্যমে সেবাটি পাওয়া যাবে। এর লক্ষ্য হলো ওমরাহ সেবার মান উন্নত করা, যাত্রীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করা এবং সহজ ও স্বচ্ছ প্রক্রিয়ায় সুবিধা নিশ্চিত করা।

বিজ্ঞাপন

‘নুসুক উমরাহ’ আন্তর্জাতিক ওমরাহযাত্রীদের জন্য বিদ্যমান অনুমোদিত এজেন্টদের পাশাপাশি একটি নতুন বিকল্প হিসেবে কাজ করবে। যাত্রীরা চাইলে সম্পূর্ণ প্যাকেজ বা আলাদা লাদাভাবে বুক করতে পারবেন।

সারাবাংলা/এনএল/ইআ

ওমরাহ যাত্রী বিশেষ সেবা চালু