Thursday 21 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বাড়ল

স্টাফ করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৫ ১১:৩৫

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। ছবি: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদরাসাগুলোতে ২০২৫ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হয়েছে।

বুধবার (২০ আগস্ট) মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর হালেহ আহমাদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশন ফি সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দেওয়ার সময়সীমা ২১ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে। আর তথ্য (eSIF) এন্ট্রির শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ সেপ্টেম্বর ২০২৫।

এতে আরও বলা হয়েছে, ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবলমাত্র তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে। তবে শুধুমাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে। এর আগে এন্ট্রিকৃত শিক্ষার্থীর কোনো তথ্য এডিট বা ডিলিট করার সুযোগ থাকবে না।

বিজ্ঞাপন

এ বিষয়ে রেজিস্ট্রেশন ফি প্রদান ও তথ্য এন্ট্রি সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য বোর্ড নির্ধারিত নম্বরে (০১৭১৩-০৬৮৯০৯) অফিস সময়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

সারাবাংলা/এনএল/ইআ

মাদরাসা শিক্ষা বোর্ড রেজিস্ট্রেশনের সময়