Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপহরণের ৬ ঘণ্টা পর মাদরাসাছাত্র উদ্ধার, আটক অপহরণকারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৫ ১৩:১০ | আপডেট: ২১ আগস্ট ২০২৫ ১৭:৩৫

আটক সবুজ হোসেন।

পাবনা: পাবনার জামিয়া আশরাফিয়া মাদরাসার এক ছাত্রকে অপহরণের ঘটনা ঘটেছে। ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারী।

বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে অপহরণের এ ঘটনা ঘটে। অপহৃত লামিম আহমেদ ফয়সাল (১১) পাবনার ঈশ্বরদী উপজেলার চর গড়গরিয়া গ্রামের ফারুক সরদারের ছেলে।

পাবনা র‍্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি এনামুল হক বলেন, বুধবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান শিশুটিকে উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অপহরণকারী সবুজ হোসেনকে (১৯) আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, অপহরণকারী আতাইকুলার থানার ধর্মগ্রাম গ্রামের আতিকুর রহমানের ছেলে। আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা যায়, মাদরাসা থেকে অপহরণের পর শিশুটির বাবার কাছে ফোনে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অভিযোগ পাওয়ার পর র‍্যাব-১২ এর গোয়েন্দা ও প্রযুক্তি টিম অভিযান শুরু করে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর