Thursday 21 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬০০ ড্রোন দিয়ে রাতভর ইউক্রেনে রাশিয়ার হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২১ আগস্ট ২০২৫ ১৫:৩২ | আপডেট: ২১ আগস্ট ২০২৫ ১৬:৫৪

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা। ছবি: বাসস

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে নতুন করে অসংখ্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, বুধবার (২০ আগস্ট) রাতে সংঘটিত এ হামলা সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ আক্রমণগুলোর একটি। সংবাদমাধ্যম বিবিসির বরাতে এ তথ্য জানা গেছে।

ইউক্রেনের বিমানবাহিনী জানায়, রাশিয়া এক রাতে মোট ৬১৪টি ড্রোন ব্যবহার করে হামলা চালায়। এর মধ্যে ৫৭৭টি তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু ছিল জাপোরিঝিয়া, দ্নিপ্রোপেত্রোভস্ক ও লভিভ। লভিভে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং একাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, এ ধরনের হামলা যুদ্ধ শেষ করার কূটনৈতিক প্রচেষ্টা এবং আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষার প্রয়োজনীয়তাকে স্পষ্ট করে তুলছে।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্ভাব্য শান্তি আলোচনার জন্য সুইজারল্যান্ড, অস্ট্রিয়া বা তুরস্ককে ভেন্যু হিসেবে প্রস্তাব করেছেন। এর আগে আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে তিনি জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের ওয়াশিংটনে আমন্ত্রণ জানান।

অন্যদিকে, ইউক্রেনীয় সেনারা জানায়, রাশিয়া দক্ষিণ ফ্রন্টে, বিশেষ করে জাপোরিঝিয়া অঞ্চলে ব্যাপক সেনা সমাবেশ করছে।

সারাবাংলা/এনজে

ইউক্রেন ড্রোন রাশিয়া হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর