Thursday 21 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলের বিপক্ষে ম্যাচের লভ্যাংশ ফিলিস্তিনিদের দেবে নরওয়ে

স্পোর্টস ডেস্ক
২১ আগস্ট ২০২৫ ১৪:৩৭ | আপডেট: ২১ আগস্ট ২০২৫ ১৪:৪০

ফিলিস্তিনিদের সাহায্য করার ঘোষণা নরওয়ে ফুটবল ফেডারেশনের

বহু যুগ ধরেই ফিলিস্তিনের গাজাবাসীর ওপর ইসরায়েলি আগ্রাসন চলছে। সাম্প্রতিক সময়ে সেটা বেড়েছে কয়েকগুণ। গাজায় ইজরায়েলি আগ্রাসনের প্রভাব পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। এবার প্রতিবাদ জানানোর অভিনব এক উপায় বের করল নরওয়ে। নরওয়ের ফুটবল ফেডারেশন জানিয়েছে, ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ম্যাচের লভ্যাংশ গাজাবাসীকে দান করবেন তারা।

নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেস জানিয়েছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাবেন তারা, ‘দীর্ঘদিন ধরে গাজার সাধারণ মানুষের ওপর একতরফা ভয়াবহ আক্রমণ চলছে। এই মানবিক বিপর্যয় দেখে আমরা কিংবা আমাদের সংগঠন চুপ করে থাকতে পারে না। গাজায় প্রতিদিন জীবন বাঁচাচ্ছে এবং জরুরি সেবা দিচ্ছে এমন মানবতাবাদী সংগঠনকে আমরা দান করতে চাই।’

বিজ্ঞাপন

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নরওয়ে–ইসরায়েল ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে আগামী সপ্তাহ থেকে। এই ম্যাচের টিকিট বিক্রি করে নরওয়ে ফুটবল ফেডারেশন কী পরিমাণ অর্থ আয় করতে পারে, সেটা অবশ্য এখনো জানা যায়নি।

নরওয়ে ফুটবল ফেডারেশনের এমন ঘোষণা পর ম্যাচটিতে ঘিরে নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ম্যাচের নিরাপত্তা নিশ্চিতে ইউয়েফা ও স্থানীয় পুলিশ একসঙ্গে কাজ করছে বলেই জানানো হয়েছে।

১১ অক্টোবর নরওয়ের উল্লেভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাছাইপর্বের ম্যাচটি। স্টেডিয়ামের আসনসংখ্যা ২৬ হাজার। কিন্তু অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থার জন্য এই ম্যাচে তিন হাজার টিকিট কম ছাড়া হবে বলে আভাস পাওয়া গিয়েছে।

সারাবাংলা/এফএম

ইসরায়েল নরওয়ে ফিলিস্তিন বিশ্বকাপ বাছাইপর্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর