Thursday 21 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় পরীক্ষা দিতে গিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৫ ১৫:৪৮ | আপডেট: ২১ আগস্ট ২০২৫ ১৫:৫০

সাতক্ষীরা সরকারি কলেজ

সাতক্ষীরা: সাতক্ষীরা সরকারি কলেজে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে এসে শরিফা আক্তার লিপি (২২) নামে এক ছাত্রী মারা গেছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে পরীক্ষা শুরুর মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শরিফা। তাৎক্ষণিক সহপাঠী ও শিক্ষকরা  তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত শরিফা আক্তার লিপি শহরের মাছখোলা ক্লাব মোড় এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলামের মেয়ে। তিনি সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। দেড় মাস আগে তার বিয়ে হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করেছেন, তিনি স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন। তবে নিশ্চিতভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।

বিজ্ঞাপন

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম বলেন, ‘মেধাবী ছাত্রী শরিফা আক্তার লিপির মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আমরা তার আত্মার মাগফেরাত কামনায় করছি। আগামী রোববার (২৪ আগস্ট) বাদ যোহর কলেজ মসজিদে শরিফার জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে।’

কলেজ শিক্ষার্থী অকাল মৃত্যুতে কলেজে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকেরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বৃহস্পতিবার বাদ মাগরিব জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে।

সারাবাংলা/এসআর

সাতক্ষীরা সাতক্ষীরা সরকারি কলেজ