Thursday 21 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনশ্রীতে লরির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৫ ১৭:২৭ | আপডেট: ২১ আগস্ট ২০২৫ ১৮:৪০

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বনশ্রীতে তেলের লরির চাপায় ইমন আলী (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বনশ্রী ফরাজি হাসপাতালের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

ইমন আলীর বন্ধু ও মোটরসাইকেল আরোহী মো. হাবিবুর রহমান জানান, ইমনের বাড়ি রাজশাহী জেলার বাঘা উপজেলার খুদে বাউসিয়া গ্রামে। বর্তমানে পরিবার নিয়ে খিলগাঁও ত্রিমোহনী এলাকায় থাকতেন। ইমন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিলেন। ঠিকাদারের মাধ্যমে নির্মাণ প্রকল্পের কাজ করতেন।

হাবিবুর রহমান আরও জানান, তারা ত্রিমোহনী থেকে মোটরসাইকেল নিয়ে তেজগাঁও যাচ্ছিলেন। মোটরসাইকেলের পিছনে বসা ছিল ইমন। বনশ্রী ফরাজি হাসপাতালের সামনের রাস্তায় জ্যামের মধ্যে একটি রিকশার সঙ্গে ধাক্কা লেগে দুজনই পড়ে যান। তখন পিছনে থাকা একটি তেলের লরি ইমনের ওপর উঠে যায়। এতে গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

তাকে উদ্ধার করে ফরাজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই

নিহত মোটরসাইকেল আরোহী লরি সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর