Thursday 21 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাদাপাথর আগের রূপে ফেরাতে সব করা হবে: সিলেটের নতুন ডিসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৫ ২১:১৫ | আপডেট: ২১ আগস্ট ২০২৫ ২১:১৭

সাদাপাথর পর্যটনকেন্দ্রে পরিদর্শন করেন সিলেটের নতুন ডিসি মো. সারোয়ার আলম।

সিলেট: সিলেটের সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে আনতে যা যা করা দরকার করা হবে বলে জানিয়েছেন সিলেটের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. সারোয়ার আলম।

দায়িত্ব গ্রহণ করেই বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্রে পরিদর্শনে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

এর আগে সকালে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব নেন সারোয়ার। দায়িত্ব গ্রহণের প্রথম দিনই তিনি সাদাপাথর ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেন এবং পাথর প্রতিস্থাপনের কাজ পর্যবেক্ষণ করেন।

তিনি বলেন, ‘সাদাপাথর থেকে যেনো আর কোনো পাথর চুরি না হয়, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে দিতে যা যা করা দরকার, তা করা হবে। পাশাপাশি কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন ও কিভাবে এটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘জনগণ আমাদের শক্তি। ইতোমধ্যেই জনগণ এই লুটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’

সিলেটের পাথর লুট দিয়ে দেশজুড়ে সমালোচনার মুখে গত সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। ওইদিন সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয় আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমকে। এরপর বুধবার দিনে সিলেট ছাড়েন শের মাহবুব। আর রাতে সিলেট আসেন সারোয়ার আলম।

সারাবাংলা/এইচআই

ডিসি সাদাপাথর সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর