রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর সিলিমপুর এলাকায় নদী ভাঙন ও বন্যায় কবলিত অসহায় ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) মিজানপুর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে রাজবাড়ী সদর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এই ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা কৃষি অফিসার মো. জনি খান, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান প্লাবন আলীসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক বলেন, ‘এই খাবারের প্যাকেটের মধ্যে চাল, দেশি মুশুর ডাল, আয়োডিন যুক্ত লবণ, চিনি, ভোজ্য তেল,মরিচের গুড়া, হলুদের গুড়া, ধনিয়া গুড়া দেওয়া হয়েছে। আমরা জানি নদী ভাঙন ও বন্যা কবলিত এলাকার মানুষেরা অনেক দুর্ভোগের শিকার হন। তাদের বাসস্থান, গবাদি পশু এবং জীবিকা সবকিছুই হুমকিতে পড়ে। এই ত্রাণ বিতরণ তাদের প্রাথমিক চাহিদা মেটাতে কিছুটা হলেও সহায়ক হবে।’