Thursday 21 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোবিপ্রবি-ইবনে সিনার মধ্যে সমঝোতা স্মারক সই

গোবিপ্রবি করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৫ ২৩:০৯

গোবিপ্রবি-ইবনে সিনার মধ্যে সমঝোতা স্মারক সই

গোপালগঞ্জ: জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে ইবনে সিনার প্রধান কার্যালয়ে সমঝোতা স্মারকটি সই হয়। এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মো. এনামউজ্জামান ও ইবনে সিনা ট্রাস্টের পক্ষে ডিজিএম (প্রশাসন) মো. জাহিদুর রহমান সই করেন।

এই চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা ইবনে সিনা ট্রাস্টের সকল শাখায় সেবা গ্রহণে বিশেষ সুবিধা পাবেন। এখন থেকে সকল প্যাথলজিক্যাল টেস্ট ও পিসিআর টেস্টে ৩৫ শতাংশ, সকল প্রকার রেডিওলজিক্যাল ও ইমেজিং টেস্টে ৩০ শতাংশ ছাড় পাবেন।

বিজ্ঞাপন

চুক্তি অনুযায়ী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা ইবনে সিনা ট্রাস্টের সকল শাখায় এই সুবিধা পাবেন। তবে শিক্ষার্থীরা ইবনে সিনার যশোর শাখা ও প্রস্তাবিত খুলনা শাখায় এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

সারাবাংলা/এইচআই

ইবনে সিনা গোবিপ্রবি সমঝোতা স্মারক সই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর