Thursday 21 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি প্রস্তুতি
গোডাউন খালি ও ব্যালট বাক্সের হিসাব দেওয়ার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৫ ২৩:৪৭

নির্বাচন কমিশন। ছবি: সারাবাংলা

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রস্তুতি হিসেবে মাঠ কার্যালয়ের গোডাউন খালি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া, আগামী ২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসাবও চেয়েছে সংস্থাটি।

সম্প্রতি ইসি সচিব আখতার আহমেদ নির্দেশনাটি সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন। ওই নির্দেশনায় বলা হয়েছে, ব্যবহার উপযোগী ব্যালট বাক্সের হালনাগাদ হিসাব আগামী ২৫ আগস্টের মধ্যে নির্বাচন পরিচালনা-১ অধিশাখায় পাঠাতে হবে।

এছাড়া, আগামী জাতীয় সংসদ নির্বাচনের মালামাল সুষ্ঠুভাবে সংরক্ষণের জন্য গোডাউনে পর্যাপ্ত জায়গা খালি রাখতে মালামাল স্থানান্তরের জন্য প্রয়োজনীয় বরাদ্দের চাহিদাও পাঠাতে বলেছে ইসি। ইসি কর্মকর্তারা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেনাকাটা শুরু হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে সব উপকরণ কেনা শেষ করতে চায় কমিশন।

বিজ্ঞাপন

এদিকে ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্রের গুরুত্বের বিষয় পাঠ্যপুস্তকে অর্ন্তভুক্তির লক্ষ্যে গল্প, সংলাপ, নাটিকা, প্রবন্ধ, কবিতা, ছড়া ইত্যাদি লেখনি একই সময়ের মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠানোর নির্দেশনাও দিয়েছেন ইসি সচিব।

সারাবাংলা/এনএল/পিটিএম

গোডাউন খালি নির্বাচনি প্রস্তুতি ব্যালেট বাক্স হিসাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর