Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ট্রলার ডুবি, নিখোঁজ কয়েকজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৫ ০৩:৩৩

খুলনায় ট্রলার ডুবি। ছবি: সংগৃহীত

খুলনা: খুলনায় ট্রলার ডুবে কয়েকজন নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে সোয়া ১১ টার দিকে জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন খুলনা সদর নৌ-পুলিশের সদস্যরা।

‌প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১১ টার দিকে যাত্রীবাহী একটি ট্রলার সেনেরবাজার থেকে জেলখানা ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করে। সোয়া ১১ টার দিকে জেলখানা ঘাটের তীরে এসে ডুবে যায় ট্রলারটি। কিছু যাত্রী সাঁতারে পাড়ে উঠতে পারলেও এ ঘটনায় কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে নৌ-পুশিল।

ফায়ার সার্ভিস খুলনার উপ-পরিচালক আবু বক্কার জামান বলেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উদ্ধার অভিযানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। বিস্তারিত পড়ে জানানো হবে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/পিটিএম