দুয়ারে কড়া নাড়ছে এশিয়া কাপ। এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে কখনোই শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এবারের আসরের আগে বাংলাদেশকে নিয়ে আশাবাদী ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার আতাহার আলি খান। তিনি জানিয়েছেন, এবারের আসরে অবিশ্বাস্য কিছু অর্জন করতে পারে বাংলাদেশ দল।
এশিয়া কাপের বাংলাদেশের সাফল্য দেখছেন আতাহার, ‘দল যদি সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সটা ধরে রাখতে পারে, আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে পারে, তাহলে ভালো কিছু আশা করা যায়। আমি মনে প্রাণে বিশ্বাস করি এবারের টুর্নামেন্টে আমরা অবিশ্বাস্য কিছু অর্জন করতে পারব।’
সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও শ্রীলংকার বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। এশিয়া কাপের আগে ঘরের মাটিতে নেদারল্যান্ডসের বিপক্ষেও মাঠে নামবে বাংলাদেশ।
জয়ের এই ধারাকে এশিয়া কাপেও নিয়ে যাবে দল, এমনটাই বিশ্বাস আতাহারের, ‘সিরিজ জয়ের যে মোমেন্টার আছে, সেটাকে এশিয়া কাপে নিয়ে যেতে হবে। তাহলেই আমরা এই টুর্নামেন্টে বড় কিছুর আশা করতে পারি।’
শ্রীলংকা, আফগানিস্তান ও হংকংয়ের সঙ্গে গ্রুপ ‘এ’তে পড়েছে বাংলাদেশ। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ মিশন। ১৩ সেপ্টেম্বর শ্রীলংকা ও ১৬ সেপ্টেম্বর আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ।