Friday 22 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৫ ১৫:০৫

ঘটনাস্থল।

নীলফামারী: নীলফামারী সদরের কচুকাটা বন্দরপাড়া এলাকায় বালুর ট্রাক্টরের ধাক্কায় রাশেদুল ইসলাম (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম কচুকাটা বড়বাড়ি এলাকার মাহাবুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দর থেকে তারকাটা কিনে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন রাশেদুল। পথে নীলফামারীগামী দুটি ট্রাক্টরকে অতিক্রমের সময় তার মোটরসাইকেলটি সামনের ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগলে তিনি সড়কে পড়ে যান। এ সময় পেছনে থাকা আরেকটি ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিজ্ঞাপন

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.আর সাঈদ জানান, ঘটনার পরপরই ট্রাক্টর আটক করেছে পুলিশ, চালক পালাতক হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এনজে

ট্রাক্টরের চাপা নিহত মোটরসাইকেল চালক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর