ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে হলগুলোতে শিক্ষার্থীদের সঙ্গে জনসংযোগ করতে শুরু করেছেন প্রার্থীরা।
শুক্রবার (২২ আগস্ট) বিভিন্ন হলে প্রার্থীরা জুমার নামাজের পরে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ডাকসু নির্বাচন ঘিরে প্রার্থীদের জনসংযোগ। ছবি: সারাবাংলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে জুমার নামাজ আদায় করেন ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এসএম ফরহাদ। এরপর তারা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ ছাড়াও এই হলে স্বতন্ত্র থেকে এজিএস প্রার্থী তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, সরদাম নাদিম মাহমুদ শুভসহ একাধিক পদপ্রত্যাশী নামাজ আদায় করেছেন। এরপর তারা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ডাকসু নির্বাচন ঘিরে প্রার্থীদের জনসংযোগ। ছবি: সারাবাংলা
বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে নামাজ আদায় করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারসহ তার প্যানেলের অনেকেই। এরপর তারা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ডাকসু নির্বাচন ঘিরে প্রার্থীদের জনসংযোগ। ছবি: সারাবাংলা
শহীদুল্লাহ হলে নামাজ আদার করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এ সময় আন্তর্জাতিক সম্পাদক প্রার্থী মেহেদি হাসানসহ একাধিক প্রার্থী সেখানে উপস্থিত ছিলেন। আবিদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘দলের মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদেরকে প্রার্থী হওয়ার জন্য নির্বাচন করা হয়েছে।’ এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ এবং পেজে প্রচারিত গুজবের বিরুদ্ধে প্রতিবাদ করেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অতিদ্রুত এটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলে দাবি করেন তিনি।

ডাকসু নির্বাচন ঘিরে প্রার্থীদের জনসংযোগ। ছবি: সারাবাংলা
মুক্তিযোদ্ধা জিয়া হলে মাহিন সরকার নামাজ আদায় করেছেন। পরে তিনি সেখানে শিক্ষার্থিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ডাকসু নির্বাচন ঘিরে প্রার্থীদের জনসংযোগ। ছবি: সারাবাংলা
এ ছাড়াও ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, ‘অপরাজেয় ৭১, অদম্য২৪’সহ বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র ও দলীয় প্রার্থী বিভিন্ন হলে নামাজ আদায়ের পর শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।