Friday 22 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের বিশেষ অভিযানে ১৮৮০ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৫ ২০:২৪ | আপডেট: ২২ আগস্ট ২০২৫ ২১:৫৮

ঢাকা: সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ২৯৫ জন এবং অন্যান্য অপরাধে আরও ৫৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ২৯৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে অন্যান্য অপরাধে আরও ৫৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের সময় অভিযানে একটি একনলা বন্দুক, ৬টি এলজি, ৯ রাউন্ড কার্তুজ ৩টি চাপাতি, ৩টি পুরাতন পাইপগান ও ৬টি ছুরি ছাড়াও ২টি বার্মিজ চাকু, একটি কিরিচ ও একটি রামদা জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দফতর।

সারাবাংলা/এমএইচ/এসএস

অভিযান গ্রেফতার পুলিশ বিশেষ