Friday 22 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই সনদ বাস্তবায়নে মতামত দিল ২৩ রাজনৈতিক দল

স্টাফ করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৫ ২০:৩৯ | আপডেট: ২২ আগস্ট ২০২৫ ২১:৫৭

ঐকমত্য কমিশনের বৈঠক।

ঢাকা: জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তাবিত ‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে মতামত জমা দিয়েছে ২৩টি রাজনৈতিক দল।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

কমিশন জানায়, জমা দেওয়া মতামতের ভিত্তিতে একটি প্রস্তাবিত কাঠামো তৈরি করে তা জাতির সামনে উপস্থাপন করা হবে। এ ছাড়া, আরও কয়েকটি রাজনৈতিক দল শিগগিরই মতামত জমা দেবে বলেও জানানো হয়েছে।

মতামত দিয়েছে— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, আমার বাংলাদেশ (এবি) পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ লেবার পার্টি, জাকের পার্টি, ভাসানী জনশক্তি পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ‘জুলাই সনদ’ তৈরিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করে আসছে জাতীয় ঐকমত্য কমিশন।

সারাবাংলা/এফএন/এইচআই

ঐকমত্য কমিশন জুলাই সনদ রাজনৈতিক দল