Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালয়েশিয়ায় পৌঁছেছেন নাহিদ ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৫ ২০:৪৮ | আপডেট: ২২ আগস্ট ২০২৫ ২৩:০১

মালয়েশিয়ায় পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মালয়েশিয়ায় পৌঁছেছেন। শুক্রবার (২২ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় তিনি বিমানবন্দরে পৌঁছান।

এ সময় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার নেতারা, প্রবাসী সদস্য ও শুভানুধ্যায়ীরা ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান।

সেখানে তিনি পুত্রাজায়া বড় মসজিদে মাগরিবের নামাজ আদায় করে সফর কার্যক্রম শুরু করেন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন এনসিপি’র যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ।

সফরকালীন সময়ে নাহিদ ইসলাম প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা ও অধিকার আদায়ের সংগ্রাম নিয়ে মতবিনিময় করবেন। পাশাপাশি এনসিপি’র সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও বেগবান করতে তিনি একাধিক কর্মসূচিতে অংশ নেবেন বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের নেতার সফরকালে আয়োজিত কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

রিজার্ভ ছাড়াল ৩২ বিলিয়ন ডলার
২২ অক্টোবর ২০২৫ ২৩:০৫

আরো

সম্পর্কিত খবর