Friday 22 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবারের মতো গাজায় দুর্ভিক্ষের স্বীকৃতি দিল জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
২২ আগস্ট ২০২৫ ২২:০০ | আপডেট: ২২ আগস্ট ২০২৫ ২২:০১

গাজা উপত্যকায় ক্ষুধার্ত শিশু। ছবি: দ্য গার্ডিয়ান

প্রথমবারের মতো জাতিসংঘের একটি সংস্থা জানিয়েছে, গাজা শহর এবং এর আশেপাশের এলাকা দুর্ভিক্ষের কবলে পড়েছে। গাজার পাঁচ লাখেরও বেশি মানুষ ‘ক্ষুধা, দারিদ্র্য ও মৃত্যুর’ মুখোমুখি। সেখানে খাদ্য নিরাপত্তার অবস্থা এখন সবচেয়ে খারাপ।

দ্য ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেইজ ক্লাসিফিকেশন (আইপিসি) নামের এই সংস্থাটি খাদ্য নিরাপত্তার বিষয়গুলো তদারকি করে।

আইপিসি আরও পূর্বাভাস দিয়েছে, সেপ্টেম্বরের শেষ নাগাদ দেইর আল-বালাহ এবং খান ইউনিস এলাকাও ‘বিপর্যয়কর খাদ্য সংকটের’ শিকার হবে।

আইপিসি খাদ্য সংকটের মানদণ্ডে গাজা সিটিকে তাদের শ্রেণিবিভাগে ‘পঞ্চম ধাপে’ উন্নীত করেছে। যা খাদ্য সংকটের সর্বোচ্চ ধাপ। যার অর্থ গাজা সিটি ও আশপাশের এলাকার মানুষ এখন অনাহার এবং চরম দারিদ্রতায় ভুগছেন এবং মানুষ খাওয়ার জন্য কিছুই পাচ্ছেন না।

বিজ্ঞাপন

গাজার মোট জনসংখ্যার ৫৪ শতাংশ বা ১০ লাখ ৭ হাজার মানুষ আইপিসির ‘ধাপ-৪’ এ রয়েছেন। তারা খাদ্য জরুরি অবস্থার মধ্যে আছেন। এই মানুষগুলো খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। অপরদিকে ৩ লাখ ৯৬ হাজার মানুষ (জনসংখ্যার ২০ শতাংশ) ‘ধাপ-৩’ এ আছেন। তারাও খাদ্য সংকটে পড়ার ঝুঁকির মধ্যে আছেন।

আইপিসির প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দুর্ভিক্ষ ‘সম্পূর্ণরূপে মানুষের তৈরি এবং এটি নিয়ন্ত্রণ করা যেতে পারে।

এদিকে, ইসরায়েল দাবি করেছে যে, আইপিসির প্রতিবেদন মিথ্যা ও পক্ষপাতদুষ্ট। তারা বলেছে, তারা আইপিসির সর্বশেষ প্রতিবেদনের ফলাফল, বিশেষ করে গাজা শহরে দুর্ভিক্ষের দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।

সারাবাংলা/এইচআই

গাঁজা জাতিসংঘ দুর্ভিক্ষ