মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকালে মেরিল্যান্ডে বোল্টনের বাড়ি এবং ওয়াশিংটন ডিসির অফিসে গোপন নথির খোঁজে এই অভিযান চালানো হয়।
ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তার বরাত দিয়ে এপি জানায়, এফবিআই পরিচালক কাশ প্যাটেলের নির্দেশে এই তল্লাশি চালানো হয়। তবে বোল্টনকে আটক করা হয়নি এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগও আনা হয়নি। অভিযান শুরুর পরপরই এফবিআই প্রধান এক রহস্যময় এক্স বার্তায় লেখেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়… এফবিআই এজেন্টরা মিশনে আছেন।’
এপি জানায়, তল্লাশি চলাকালে বোল্টনকে তার ওয়াশিংটনের অফিস ভবনের লবিতে ‘এফবিআই’ লেখা জ্যাকেট পরা দুজন ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায়। পরে তিনি উপরের তলায় চলে যান।
ওই কর্মকর্তা আরও বলেন, ‘গোপন নথি সংক্রান্ত তদন্ত অনেক আগেই শুরু হয়েছিল, কিন্তু জো বাইডেন প্রশাসন রাজনৈতিক কারণে তা বন্ধ করে দেয়।’
তল্লাশির বিষয়ে বোল্টন বা হোয়াইট হাউসের মুখপাত্রের কোনো মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিচার বিভাগও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।