Friday 22 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মহাসমাবেশ ৭ অক্টোবর

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৫ ০০:৩৬

ঢাকা: শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে চাকরি জাতীয়করণসহ চার দাবিতে আগামী ৭ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটভুক্ত বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি।

শুক্রবার (২২ আগস্ট) রাতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রেসিডিয়াম সদস্য কাজী মোঃ মাইন উদ্দিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৪ দফা দাবি হলো:  শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, অভিজ্ঞ শিক্ষকদের ধরে রাখতে অবসরের বয়সসীমা ৬৫ বছর করা, সংসদে শিক্ষক নেতৃত্ব নিশ্চিত করতে ৩০টি আসন সংরক্ষণ ও সরকারি নিয়মে বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা প্রদান।

সংগঠনের সভাপতি অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে ও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় ঢাকাস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ার লক্ষ্যে সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা প্রদানের দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

সভার সভাপতি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়াম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বলেন, শিক্ষকদের চাকুরীর নিরাপত্তা নেই, আর্থিক নিশ্চয়তা নেই, সামাজিক মর্যাদা নেই। ফলে শিক্ষকরা শ্রেণিকক্ষে উন্নত পাঠদানে সক্ষম হচ্ছে না এবং শিক্ষার গুনগত মান বৃদ্ধি হচ্ছে না। শিক্ষার গুনগত মান উন্নয়ন করতে হলে শিক্ষকদের চাকুরী জাতীয়করণের বিকল্প নেই। অবিলম্বে শিক্ষকদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া, নগর-মহানগর শিক্ষকদের যৌক্তিক নগর-মহানগর ভাতা, চিকিৎসা ভাতা প্রদান করতে হবে। এছাড়াও তিনি শিক্ষকদের জন্য জাতীয় সংসদে ৩০টি আসন বরাদ্দের দাবি জানান।

অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন (পিরোজপুর), অধ্যাপক কাজী মোঃ মাইন উদ্দিন (ঢাকা), অধ্যাপক আব্দুল আউয়াল (টাঙ্গাইল), অধ্যাপক আমজাদ হোসেন (ময়মনসিংহ), অধ্যক্ষ মোঃ সেলিম মিয়া (ফরিদপুর), অধ্যাপক মোশাররফ হোসেন লিটন (চাঁদপুর), অধ্যাপক মঞ্জুরুল ইসলাম (দিনাজপুর), মোল্লা নজরুল ইসলাম (গাজীপুর), অধ্যক্ষ রুহুল আমিন বেপারী (বরিশাল), অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার (সিলেট), অধ্যাপক মনিরুল হক বাবুল (খুলনা), অধ্যক্ষ কামরুন নাহার লিজি (ঝিনাইদহ), অধ্যাপক উসমান গণি (চট্টগ্রাম), অধ্যক্ষ মকবুল হোসেন (যশোর), বাশিস প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক (কুমিল্লা), মোঃ শিহাবুর রহমান (মৌলভী বাজার), মোঃ আয়েন উদ্দিন (কুষ্টিয়া), বি.জি নওশের (নরসিংদি), ইমরুল কায়েস (ফরিদপুর), ইউসুফ আলী (নাটোর), শহিদুর রহমান (বাগেরহাট) প্রমুখ।

সারাবাংলা/ইউজে/এসএস

৭ অক্টোবর চাকরি জাতীয়করণ দাবি মহাসমাবেশ শিক্ষক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর